চট্টগ্রামের সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে বিনা মূল্যে চিকিৎসা সহায়তা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে সাত দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ ম ম মিনহাজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেছবাহ উদ্দীন আহমদ, মো. হাসান মুরাদ প্রমুখ। সাতকানিয়া (চট্টগ্রাম)