সালাহউদ্দিনকে পাওয়া গেছে


আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে নিজ বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার দুই মাস দুইদিন পর নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচির সালাহ উদ্দিন আহমদের সন্ধান মিলেছে বলে খবর পাওয়া গেছে। ভারতের মেঘালয় রাজ্য থেকে তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে সালাহউদ্দিন কথা বলেছেন বলে বিএনপি সূত্র জানিয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, সালাহ উদ্দিনের সঙ্গে তার স্ত্রী হাসিনা আহমেদের কাথা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এছাড়া বিএনপির সহদফতর সম্পদক আব্দুল লতিফ জনি , বিষয়টি আমরাও শুনেছি। তবে এ ব্যাপারে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই। এদিকে, অজ্ঞাত স্থান থেকে স্বামীর ফোন পাওয়ার পর পরই সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গুলশানের বাসভবন ফিরোজা’য় গেছেন। মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে তিনি খালেদা জিয়ার বাসভবনে যান। উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে নিজ বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় বিএনপির যুগ্ম মহাসচির সালাহউদ্দিনকে। পরবর্তীতে আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়। 
Copyright 2011 দৈনিক সাতকানিয়া.
Blogger Template by Noct. Free Download Blogger Template