'শেখ হাসিনা সেতু' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর 'শেখ হাসিনা সেতু' উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



শনিবার দুপুর ১টার দিকে তিনি এ সেতু উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী সেতু ঘুরে দেখেন।

এর আগে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে নবনির্মিত চাঁপাইনবাবগঞ্জ মেজবাউল হক স্টেডিয়ামে পৌঁছান শেখ হাসিনা।

সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেয়ার পর শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে সাহেবের ঘাট যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি মহানন্দা নদীর ওপর শেখ হাসিনা সেতু উদ্বোধন করেন।

সেতু উদ্বেধন শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে চলে যান। দুপুরের খাবার ও নামাজের বিরতির পর প্রধানমন্ত্রী ৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নবাবগঞ্জ সরকারি কলেজ ময়দানে যাবেন।

পাশাপাশি জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ ময়দানে বিকেলে প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আগে থেকেই জেলা শহরের রাস্তাঘাট মেরামতসহ চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও। জেলাজুড়ে চলে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাদরে বরণ করতে সকাল থেকে অপেক্ষা করেন সদর উপজেলার মানুষ।

উপজেলার দুর্গম চরাঞ্চলের ৭টি ইউনিয়নের সঙ্গে জেলা সদরের সংযোগ সেতু হিসেবে সাহেবের ঘাটে 'শেখ হাসিনা সেতু' নির্মাণের ফলে সে এলাকার মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।

শেখ হাসিনা সেতু ছাড়াও অন্ধকল্যাণ সমিতির নবনির্মিত চক্ষু হাসপাতাল, যুব উন্নয়ন ভবন, কল্যাণপুরে বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, কানসাট-রহনপুর-ভোলাহাট সড়ক উন্নয়ন, পদ্মা নদীর ভাঙন রোধে গৃহীত আলাতুলি রক্ষা প্রকল্প এবং আমনুরায় ১শ' মেগাওয়াট পাওয়ার স্টেশনসহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বিকেলে আওয়ামী লীগ আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
Copyright 2011 দৈনিক সাতকানিয়া.
Blogger Template by Noct. Free Download Blogger Template