বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
তিনি জানান, ২০ মে থেকে ১০ জুন পর্যন্ত বিএনপির অঙ্গ সংগঠনসূহ বিভিন্ন আলোচনার আয়োজন করবে এবং সারা দেশে পোস্টার লাগাবে। এই পোস্টারগুলো যাতে ছিড়ে ফেলা না হয় সেজন্য সরকারের সহযোগিতা কামনা করেন মো. শাহজাহান।
মৃত্যু বার্ষিকীর দিন ৩০ মে জিয়াউর রহমানের কবর জেয়ারত করবেন এবং পুষ্পমাল্য অর্পণ করবেন চেয়ারপারসন খালেদা জিয়া। একই দিন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) উদ্যোগে বিনামূল্যে রক্তদান কর্মসূচি আয়োজন করবে।
এছাড়া ওইদিন মসজিদ-মন্দির, গীর্জা-প্যাগোডায় প্রার্থনার আয়োজন হবে এবং ঢাকা মহানগরে দুস্থদের মাঝে খাবার বিতরণ হবে বলেও জানান মো. শাহজাহান।