আজ চট্টগ্রাম ও মাগুরায় বজ্রপাতে নিহত ৫


চট্টগ্রাম ও মাগুরায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ও শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ব্যুরো জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁশখালীর ফুইছড়ি ইউনিয়নের নাপোড়া গ্রামে বজ্রপাতে ২ শিশু নিহত হয়েছে। নিহতরা হলো- জান্নাতুল বকেয়া (৮) এবং মোবারক (১২)। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, নিহতরা সহদোর।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতের এ বজ্রপাতে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোজ্জাফফর হোসেনের পুত্র মনিল (১৮), আন্দোলবাড়ীয়া গ্রামের মুক্তার মীরের পুত্র সিন্দবাদ (৩৫) ও গোপালপুর গ্রামের ইয়াদুলের (৮০) মৃত্যু হয়।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসিমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে মনিল ও ইয়াদুল হাসপাতালে আনার পর এবং সিন্দবাদ হাসপাতালে আনার আগেই মারা যান।
Copyright 2011 দৈনিক সাতকানিয়া.
Blogger Template by Noct. Free Download Blogger Template