ফেসবুক হোমপেজেই এখন থেকে জানা যাবে সারা বিশ্বের সর্বশেষ সংবাদ।
‘ইনস্ট্যান্ড আর্টিকেল’ শীর্ষক এই সেবা চালু করতে বিখ্যাত নয়টি পত্রিকার সঙ্গে এরই মধ্যে চুক্তি করেছে ফেসবুক ইনকরপোরেশন।
নতুন এই সেবার সুবাদে মোবাইলে ফেসবুক ব্যবহারকারীরা নিউ ইয়র্ক টাইমস, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি নিউজ, এনবিসি, দ্য আটলান্টিক, গার্ডিয়ান, স্পিজেল, বাজফিড ও বিল্ড-এর মতো বিশ্বখ্যাত পত্রিকায় প্রকাশিত সংবাদ পেয়ে অচিরেই।
ফেসবুক কর্তৃপক্ষ এক ব্লগপোস্টে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।
ফেসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলে, চুক্তি অনুযায়ী পত্রিকাগুলো তাদের ব্যবসায়িক রীতি মেনে দ্রুত ফেসবুকে সংবাদ সরবরাহ করবে।