জাতীয় ক্রিকেট দলের চার গুরুত্বপূর্ণ সদস্য তামিম ইকবাল, মুশফিকুর রহিম, রুবেল হোসাইন ও নাছির আজ শনিবার দুপুরে মাত্র ৩ ঘণ্টার সফরে কক্সবাজারে এসেছেন।
মোবাইল অপারেটর রবির একটি বিজ্ঞাপন শুটিং-এ অংশ নিতে ঢাকা থেকে একটি বিশেষ হেলিকপ্টারযোগে তারা দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে তারা সরাসরি আসেন সাগরপাড়ের হোটেল সী-গালে।
দুপুর ১টার দিকে তারা সৈকতে স্থাপিত মাঠে নেমে সরাসরি বিজ্ঞাপন শুটিং-এ অংশ নেন। বিকাল ৩টায় শুটিং শেষ করে হোটেলে দুপুরের খাবার খাওয়ার সময় তাদের সাথে যোগ দেন কক্সবাজারের সন্তান ক্রিকেটার মুমিনুল হক সৌরভও। বিকাল চারটায় একইপথে তাদের ঢাকা ফেরার কথা।
‘কক্সবাজারত্ কেএন লাগের’ (কক্সবাজারে কেমন লাগছে?) চাটগাঁইয়া ভাষায় তামিম ইকবালের কাছ থেকে জানতে চাইলে চট্টগ্রামের সন্তান এই ক্রিকেটার বলেন- ‘খুউব ভালা লাগের’ (খুব ভাল লাগছে)।