স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই স্মার্টপেনটি দিয়ে আপনি যেখানে খুশি লিখতে পারবেন৷ এই স্মার্টপেন থাকলে আলাদা করে স্মার্টফোনে মেসেজ করার জন্য টাইপ করার দরকার পড়বে না৷ এই স্মার্টপেন দিয়ে আপনি খাতায় লিখলেই সেই লেখাটিই চলে আসবে আপনার স্মার্টফোনের স্ক্রিনে৷চাইলে আপনি সেই লেখাটিকে সেন্ডও করতে পারবেন।
শুধু খাতা নয় দেওয়াল, চেয়ার, টেবিল বা অন্য যে কোন জায়গাতেই লিখতে পারবেন আপনি। তা আপনার স্মার্ট ফোনের স্ক্রিনে চলে আসবে।
আগামী মাসেই বাজারে আসছে নয়া এই স্মার্টপেন৷ ভারতের বাজারে এর দাম পড়বে প্রায় ৯ হাজার রুপি৷