নয়াদিল্লি, ১৬ মে- বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেলফির মর্যাদা পেল নরেন্দ্র মোদী আর চিনের প্রধানমন্ত্রীর ছবিটি। শুক্রবার ফোর্বস ম্যাগাজিন এই তথ্য জানিয়েছে। পোস্ট করার ছ’ ঘণ্টার মোট পাঁচ লক্ষ সাত হাজার ২৭৭ টি লাইক পড়েছে ছবিটিতে। তাঁদের মধ্যে রয়েছেন ফেসবুকের সিইও মার্ক জুকের বার্গও । ছবিটি রিট্যুইট হয়েছে ৩.২ হাজার বার। ফোর্বস ছবিটির শিরোনাম করেছে ‘ইন্ডিয়াস মোদী অ্যান্ড চায়নাস লি’ ইন সেলফি।