আগামী ৩০মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ




আগামী ৩০ মে এসএসসি (SSC) ও সমমানের (মাধ্যমিক) পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।
মন্ত্রী আরও বলেন, ‘৬০ দিনের মধ্যেই ফলাফল দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী ৩০ মে এই ফল প্রকাশ করা হবে।’
পাশাপাশি ফলাফলের সারসংক্ষেপ এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে জানান তিনি।
উল্লেখ্য, এবার এসএসসি (SSC) ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯,২৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে আটটি বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২,৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৫৬,৩৮০ জন এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ১০,২৯৫ জন শিক্ষার্থী রয়েছে।
বিদেশের আটটি সহ সারা দেশে মোট ৩,১১৬টি কেন্দ্রে এসব পরীক্ষা নেওয়া হয়।
Copyright 2011 দৈনিক সাতকানিয়া.
Blogger Template by Noct. Free Download Blogger Template